মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:০৪ অপরাহ্ন

তাহিরপুরে মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার’ আঃ সহিদ আর নেই

এস এ আখঞ্জী তাহিরপুরঃ রণাঙ্গনের দুঃর্সাহসিক বীর’  মহান স্বাধীনতা অর্জন কারীর একজন, বীর মুক্তিযোদ্ধা আঃ সহিদ না ফেরার দেশে চলে গেলেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের প্রায়াত ইউসুফ আলী বেপারি এর সন্তান। ঐ সেনানির মুক্তিযোদ্ধার নাম্বার (০১৯০০০০৪৬৭৯),  বেসামরিক গেজেট নাম্বার  (৩২৫৯)মঙ্গলবার (১২সেপ্টেম্ভর) রাত ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরন করেন তিনি। দীর্ঘদিন তিনি বাধ্য জনিত রোগে ভুগছিলেন।মৃত্যু কালে তিনি রেখে গেছেন স্ত্রী, ৩ছেলে ২মেয়েসহ অনেক আত্মীয় স্বজন।

এই বীর সেনানি জীবদ্দশায় বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।  অবসরে এসে তাহিরপুর উপজেলা মুক্তি যোদ্ধা সংসদে নির্বাচনের মাধ্যমে কমান্ডার নির্বাচিত হয়েছিলেন।  সুনামের সহিত দায়িত্বকাল অতিবাহিত করেন, সহযোদ্ধাদের সকল সমস্যায় সহায়তা প্রদানের মাধ্যমে সহযোদ্ধাদের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।তার এই সময়ে  চলে যাওয়া মেনেনিতে পারছেন না অনেকেই । উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের বদরউদ্দিন মিয়া, হাও মা-ও করে কেঁদে কেঁদে নয়নের জলে ভাসিয়ে বলেন, উনার দ্বারা আমার জীবনে অনেক উপকৃত হয়েছি যুদ্ধ কালিন সময়ে ও তার সংঙ্গ নিয়েছি।

বীর মুক্তিযোদ্ধা আঃ সহিদ এর মৃত্যুর সংবাদে তাহিরপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।  শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান, মুক্তি যোদ্ধের অন্যতম সংঘটক, প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায়াত আব্দুর নূর আখঞ্জী ‘র সুযোগ্য সন্তান জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জী শামীম, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী আখঞ্জী,  বীর মুক্তিযোদ্ধা মতিন,  গোলাৃ রব্বানী,  বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল,  শাহা নূর মিয়া,  উপজেলা আওয়ামী লীগ নেতা শাহীন রেজা,  উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবির,বালিজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদিন  বীর মুক্তিযোদ্ধা সন্তান শাহীন আখঞ্জী।সুনামগঞ্জ তেঘরিয়া মসজিদের পাশে আসরের নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।   মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বীর মুক্তিযোদ্ধা এর ছোট্ট সন্তান ও উনার ধর্ম ভাই বদরউদ্দিন।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs