বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:১৭ অপরাহ্ন
এস এ আখঞ্জী তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছেন সৈয়দ ইফতেখার হোসেন।
আজ শনিবার (২৭ আগষ্ট) দুপুরে আনুষ্ঠানিক ভাবে যোগদান করে, বিদায়ী ওসি আব্দুল লতিফ তরফদার এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
এসময় তাহিরপুর থানা পুলিশ ফুলের তোরা দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনকে বরণ করেন। ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর পূর্বে সুনামগঞ্জ জেলা মাদকবিরোধী সেলের ইনচার্জ হিসাবে দায়িত্বে পালন করেন।
আর বিদায়ী ওসি আব্দুল লতিফ তরফদারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে তাহিরপুর থানা পুলিশ।
তিনি বদলি হয়ে সুনামগঞ্জ জেলা ডিএসবিতে যোগদান করবেন। তাহিরপুর থানার সদ্য যোগদান কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সৈয়দ ইফতেখার হোসেন বলেন,পুলিশ জনগনের সেবক, সেই হিসাবে
থানার দরজা সবার জন্য খোলা থাকবে । আজ থেকে আমি আপনাদের সেবায় নিয়োজিত হলাম। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, সাবেক অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার দীর্ঘদিন সেবা দিয়ে গেছেন আপনাদের ।