মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন

তাহিরপুর সীমান্তের হাওরে’ চোরাই কয়লা আটক

 

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ ২৮ বিজিবির অধীনস্থ বিওপির  চিরুনী অভিযানে, জলের নিচে থাকা চোরাকারবারির অবৈধ কয়লা আটক করেছে বিজিবির জোয়ান।

স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে জানা যায়,  প্রতিনিয়ত  সীমান্তের ওপার থেকে দরিদ্র মানুষ গুলোকে প্রলোভন দেখিয়ে,তাদের মাধ্যমে চোরাচালান নিয়ে এসে একদল স্বার্থান্বেষী চোরাকারবারি হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অন্য দিকে সরকারের রাজস্বকে দিচ্ছে ফাঁকি। এর প্রতিরোধে” ( ৬ সেপ্টেম্বর) মঙ্গলবার  দুপুরে চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আবুবক্কর মোল্লার নেতৃত্বে  টহল দল সঙ্গে নিয়ে   চিরুনী অভিযান চালিয়ে, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত হাওর সংসার’র চুনখলা বিল নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা  ৫হাজার কেজি ভারতীয় অবৈধ কয়লা আটক করে।

এ ব্যাপারে চারাগাঁও বিওপির  ক্যাম্প কমান্ডার মোঃ আবুবকর মোল্লা গণমাধ্যমকে, আটকের এ  বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা পরিত্যক্ত অবস্থায় ৫হাজার কেজি ভারতীয় অবৈধ  কয়লা আটক করে, সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs