রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, পাথর  ইঞ্জিনসহ বারকী নৌকা আটক 

এস এ আখঞ্জী তাহিরপুরঃ সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ানের অধীনস্থ বিজেপির বিওপির টহল দল পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ, পাথর ইঞ্জিনসহ বারকী নৌকা আটক করেছে বিজিবির যোয়ান৭ আগস্ট ভোর ৪টার সময় লাউরগড় বিওপির টহল দল  বিশেষ অভিযান চালিয়ে,  সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৬০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০২টি ইঞ্জিনসহ ০৩টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,৯৭,২০০/- টাকাঅপর দিকে ৬ আগস্ট  রাত ১০টা৪০ মিনিটের সময়বিরেন্দ্রনগর বিওপির টহল দল অভিযান চালিয়ে, সীমান্ত পিলার ১১৯৩/৪-এস এর নিকট হতে  আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রংগাছড়া নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ এবং ০১ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৩৬,২৫০/- টাকা। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ানের অধিনায়ক মোঃ মাহবুবুর রহমানএর সততা নিশ্চিত করে বলেন,     আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং  পাথর ও ইঞ্জিনসহ বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs