News
- ১৯ নভেম্বর, ২০২৩ / ২০ দেখেছেন
ময়নুল ইসলাম
কে বলেছে তোমায় ?
আমি ভালোবাসি-
ফুল-প্রকৃতি-প্রজাপতি আর কিছু অখণ্ড সময় !
কে বলেছে তোমায় ?
অপেক্ষায় থাকতে-
সকালে- ভরদুপুরে- অপরাহ্ণে অথবা সন্ধ্যায় !
কে বলেছে তোমায় ?
লুঙ্গি-গামছা হাতে-
থাকতে দাঁড়িয়ে আমার ফেরার অপেক্ষায় !
কেন তুমি এভাবে –
প্রতিটি দিনশেষে,
লেবু শরবত হাতে থাকো আমার প্রতীক্ষায় !
কে বলেছে তোমায় ?
ব্যথায় টনটন করে আমার-
চোখ-ভ্রু-কপাল নিত্যদিনের কর্মব্যস্ততায় !
তুমি কি করে জানো ?
দিনশেষে মশারি টানাতে-
আমার রাজ্যের আলস্যি !
তুমি কি করে জানো ?
আমার মসুর ডাল-বেগুন-
মিষ্টি কুমড়োয় ভীষণ এলাৰ্জী !
তুমি কি করে জানো ?
তোমার ঠোঁটের কোনের মৃদু হাসিই-
আমায় ফাঁসিতে ঝুলানোয় যথেষ্ট !
তুমি কি জানো ?
এমন অকৃত্তিম ভালোবাসায় আমি রুষ্ট –
হাঁসপাশ লাগে আমার; হই আমি অতীষ্ঠ !
তুমি কি করে বুঝো ?
আমার – প্রিয় রং- ঋতু সহ-
অজানা যাবতীয় বিষয়গুলো !
তুমি কি জানো ?
তোমার মুখপানে চেয়ে –
হারিয়ে যাই আমি হই পুরো এলোমেলো !
কেউ কী বলেনি তোমায় ?
ছাদবাগানের ফুল –
নির্জন রাতে হেঁটে বেড়ায় আমার ঘরময় !
কেউ কেন বলেনি তোমায় ?
ছাদবাগানের একটি প্রিয় গোলাপ-
নির্জন রাতে আমার পাশে এসে চুপ করে ঘুমায় ?
তুমি কী করে হও-
এমন ?
আমি আজীবন রমণীর কাছে চেয়েছি যেমন ?