রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৩শ’

আন্তর্জাতিক ডেস্ক: সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চল। এতে এখন পর্যন্ত দুই দেশের এক হাজার তিনশ মানুষ প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। ৪০ সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কম্পন পৌঁছায় লেবানন ও সাইপ্রাাসেও। জানা গেছে, ১৯৯৯ সালের পর এটাই তুরস্কে সবচেয়ে শাক্তিশালী ভূমিকম্প।

ধারণা করা হচ্ছে, ধসে পড়া ভবনগুলোতে অসংখ্য মানুষ আটকা পড়েছে। কর্মীরা ধ্বসংস্তূপের মধ্য থেকে আটকে পড়াদের উদ্ধারে তৎপড়তা জোড়ালো করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, তার দেশে ভূমিকম্পে ৯১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৩৮৩ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, ভূমিকম্পে কমপক্ষে ৩৮৬ জনের প্রাণহানি হয়েছে, যাদের বেশির ভাগ আলেপ্পো, হামা, লাতাকিয়া ও তারতুস অঞ্চলের।

‘হোয়াইট হেলেমেটস’ হিসেবে পরিচিত সিরিয়া সিভিল ডিফেন্স নামের একটি গোষ্ঠী জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আলেপ্পো, হামা, লাতাকিয়া ও তারতুসে ৬৪৮ জন আহত হয়েছে। অন্যদিকে হোয়াইট হেলমেটস জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আহত হয়েছে ৩৪০ জন।

দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ৭ কিলোমিটার।

পাজারসিকের পর তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশে ৬.৪ ও ৬.৫ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs