মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন

দিনাজপুরে গাছে বাসের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের সদর উপ‌জেলায় যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গা‌ছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের তিন যাত্রী নিহত হন। আহত হ‌য়ে‌ছেন অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৮ জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে দিনাজপুরের রামডু‌বি ব্যাংকালী বাজারসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর দশমাইল হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম মাসুদ দুর্ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। তি‌নি ব‌লেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী আহসান পরিবহনের বাসের চালক গতকাল রাত সা‌ড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন আবদুর রহিম (৪০) ও আরেফিন আক্তার ওরফে নিশা (২৩)। আরেকজনের নাম–পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন বলেন, বাসটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর বিকট শব্দ হয়। শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসেন। তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দুম‌ড়েমুচ‌ড়ে যাওয়া বাসটি থেকে হতাহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মেহফুজ তানজীর বলেন, ঘটনাস্থল থেকে দুজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। গুরুতর আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রা‌তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হ‌য়।

দিনাজপুর কোতোয়ালি থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান ব‌লেন, তিনজ‌নের লাশ হাসপাতা‌লের ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.