শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

দিরাইয়ে বসতঘরে অর্ধগলিত মরদেহ

দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে বসতঘর থেকে আনোয়ার মিয়া (৪৭) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকাল ৬টার দিকে দিরাই পৌর এলাকার বাগবাড়ী গ্রামের বসত ঘর থেকে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেয়া অবস্থা থেকে আনোয়ার মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় সিএনজি অটোরিকশার ম্যানাজার আনোয়ার মিয়া দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন বাগবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs