শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন

দিরাইয়ে বাঁধ ভেঙ্গে একটার পর একটা হাওর ডুবছে

নিজস্বপ্রতিবেদকঃ দিরাইয়ে কাবিটা স্কীম বাস্থবায়ন ও মনিটরিং কমিটি এবং পিআইসির দুর্নীতির কারণে বাঁধ ভেঙ্গে একটার পর একটা ডুবছে হাওর। দুর্নীতিবাজ পিআইসিকে বাঁচাতে কাবিটা স্কীম বাস্থবায়ন ও মনিটরিং কমিটির সাধারণ সম্পাদক পাউবোর এসও ধান কাটার আজগুবি তথ্য উপস্থাপন করছেন যা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে দিরাইর কৃষক ও জনপ্রতিনিধি।

গতকাল রবিবার (১৭ এপ্রিল) রাতে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সাতবিলা ৪২ নং পিআইসি বাঁধ ভেঙ্গে তলিয়ে যাচ্ছে হুরামন্দির হাওরের আধাপাকা ধান।

সন্ধ্যায় বাঁধ ভাঙার খবর শুনে স্থানীয় কৃষক দিশেহারা হয়ে মাইকে ঘোষণা দিয়ে বাঁধ রক্ষার প্রাণপন চেষ্টা চালিয়ে ও শেষ রক্ষা করতে পারেনি। কৃষি অফিস সুত্রে জানা যায়, হুরামন্দির হাওরের ১২ হেক্টর জমিতে এবছর বোরো আবাদ হয়েছে। স্থানীয় একাধিক কৃষক জানান হুরামন্দির হাওরে এখনও হাইব্রীড জাতীয় ধান পাকেনি এর পরও আধাপাকা প্রায় ৩০/৪০ শতাংশ ধান কাটা হয়েছে। অনেকেই কাচি ও চালাতে পারেননি আজ সন্ধ্যায় বাঁধ ভেঙ্গে নিমিষেই তলিয়ে যাচ্ছে আমাদের একমাত্র সোনার ফসল।

দিরাই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয় হুরামন্দির হাওরের প্রায় ৭০ শতাংশ ধান কাটা হয়েছে। এখন ও হার্ভেস্টার মেশিন দিয়ে ধান কাটা অব্যাহত আছে।

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, ৪২ নং পিআইসি সাতবিলা বাঁধের আওতায় হুরামন্দির হাওরে ১২ হেক্টর জমির মধ্যে ৪০/৫০ শতাংশ পাকা আধাপাকা ধান কাটা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। আমার চোখের সামনে বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে তলিয়ে যাচ্ছে আমাদের একমাত্র সোনার ফসল

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.