শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন

দুই লজ্জাবতী বানর লাউয়াছড়ায় অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে সেবায় সুস্থ হয়ে ওঠা দুটি লজ্জাবতী বানরকে শনিবার (১৬ জুলাই) সকালে বনে অবমুক্ত করে দেয়া হয়েছে।

মৌলভীবাজারের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী উপস্থিত থেকে প্রাণী দুটিকে অবমুক্ত করেন। এ সময় তিনি জানান, বানর দুটির একটিকে শ্রীমঙ্গলের জেরিন চা-বাগান থেকে এবং অন্যটিকে জুড়ি উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল।

গত ১৫ দিনে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে মোট ছয়টি লজ্জাবতী বানর (স্লো লরিজ) উদ্ধার করা হয়। পরে রেসকিউ সেন্টারে রেখে তাদের সেবা-যত্ন করা হয়। দুটি বানর সুস্থ হয়ে ওঠায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারটির সেবা চলছে।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বন্যপ্রাণীর জন্য রেসকিউ সেন্টার স্থাপন করা হলেও এখানে কোনো অ্যানিমেল কিপার বা বন্যপ্রাণী চিকিৎসক নেই। এ অবস্থায়ও বন রক্ষার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখন পর্যন্ত ১৮৭টি প্রাণী উদ্ধার করে সেবা-যত্ন করা হয়েছে। পরে ৯৫ ভাগ প্রাণী বনে অবমুক্ত করা হয়েছে।

প্রাণী দুটি অবমুক্ত করার সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, স্থানীয় প্রকৃতিপ্রেমী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ (SEW) এর সদস্য খোকন থৌনাজাম ও সোহেল শ্যাম।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs