বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন

দুই হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে রেল খাতে

নিজস্ব প্রতিবেদকঃ রেল খাতে নতুন অর্থবছর ২০২২-২৩ এর প্রস্তাবিত বাজেটে ১৮ হাজার ৮৫৩ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল ১৬ হাজার ৩৫৪ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় এবার বৃদ্ধি পেয়েছে প্রায় দুই হাজার ৪৯৯ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তাঁর চতুর্থ বাজেট। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে ব্যাংক থেকেই ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ধার করার পরিকল্পনা রয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের ৩০ বছর মেয়াদি (২০১৬-২০৪৫) সংশোধিত মহাপরিকল্পনা অনুসারে রাজধানী ঢাকার সঙ্গে কক্সবাজার, মোংলা বন্দর, টুঙ্গীপাড়া, বরিশাল, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকা রেল নেটওয়ার্কের আওতায় আনা, ট্রান্স এশিয়ান রেলওয়ে ও আঞ্চলিক রেলওয়ে যোগাযোগ স্থাপন এবং উন্নত কমিউটার ট্রেন সার্ভিস চালুর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ শহরসমূহের সঙ্গে নিকটবর্তী শহরতলীর যোগাযোগ স্থাপনের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ মহাপরিকল্পনার আওতায় ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ২৩০টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

বাজেট সংক্রান্ত আর খবর 

এটা গরিবের বাজেট: ওবায়দুল কাদের

নির্বাচনি অঙ্গীকার পূরণে ২০২৩ সালেই সবার জন্য পেনশন ব্যবস্থা 

বরাদ্দ বাড়ছে টেলিকম খাতে, করের আওতায় আসতে পারে ফেসবুক ও গুগল 

সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ

আরেক দফা দাম বাড়ানো হল সয়াবিন তেলের

৮ লাখ মানুষ সুযোগ পাবেন বিদেশে চাকরির

প্রস্তাবিত বাজেট: বাড়ছে সিগারেটের দাম

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

বাজেট ব্রিফকেস হাতে সংসদে অর্থমন্ত্রী

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.