বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল আটটা থেকে ২৯ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। তবে কাউন্টারগুলোতে রয়েছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ সারি।
কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে, কাউন্টারগুলোয় টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি। তাদের সঙ্গে কথা বলে জানা গেল, কেউ গতকাল সন্ধ্যায় স্টেশনে এসেছেন। কেউ এসেছেন রাতে আবার কেউ এসেছেন সেহরিতে।
সকালে কথা হয় এক টিকিটপ্রত্যাশীর। তিনি বলেন, চারটি এসি টিকিটের জন্য এতক্ষণ অপেক্ষা করলাম। সারিতে আমি ২৫ নম্বর সিরিয়ালে ছিলাম। প্রায় ১৫ ঘণ্টা অপেক্ষা করেও এসির টিকিট পেলাম না। তাই বাধ্য হয়ে নন-এসির টিকিট কাটতে হলো।
সকাল ৮টা ২০ মিনিট নাগাদ কয়েকটি রেলপথের এসির টিকিট শেষ হয়ে গেছে বলে কাউন্টার থেকে জানানো হয়। তখন অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীরা হইচই শুরু করেন।
তবে স্টেশন সূত্রে জানা গেছে, আজ ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলবে বিকেল ৪টা পর্যন্ত। কমলাপুর রেল স্টেশনে কাউন্টার আছে ২৩টি। এর মধ্যে ১৬টি কাউন্টার থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।
কাউন্টার থেকে এক ব্যক্তি চার জনের টিকিট কাটতে পারছেন। তবে তার জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হচ্ছে। ঈদ উপলক্ষে আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এজন্য এবার কালোবাজারি বন্ধে টিকিট কেনার সময় যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হচ্ছে।