বুধবার, ০৭ Jun ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১০ মে বুধবার বাদ এশা গণঅধিকার পরিষদের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল স্তম্ভ। অথচ এই মেহনতি মানুষগুলোকেই প্রতিটি ধাপে ধাপে হেয়-প্রতিপন্ন আর শোষণের শিকার হতে হয়। এই শ্রমিক মানুষদের অধিকার সমুন্নত রাখতে হবে। এ সময় তিনি যারা নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে শ্রমিক অধিকার পরিষদে যোগদান করেছেন এবং লড়াই করে যাচ্ছেন-তাদেরকে ধন্যবাদ প্রদান করেন। শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল আউয়াল মিয়ার সভাপতিত্বে ও মকসুদ আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার স্বমন্বয়ক জনাব ফুল মিয়া, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার স্বমন্বয়ক জনাব বাবুল মিয়া, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মাহদী হাসান, শ্রমিকনেতা আব্দুল আহাদ, শ্রমিকনেতা আমির আলী, শ্রমিকনেতা সাইফুল ইসলাম, সদর উপজেলার সহ সভাপতি আশরাফুল ইসলাম অহি, মোঃ লিটন মিয়া, মোঃ সজলু মিয়া, মোঃ আকলাছ মিয়া প্রমূখ।