রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ করোনার শনাক্ত ও মৃত্যু ধীরে ধীরে কমছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৮৯জনে। নতুন শনাক্তের ৫৮ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩৪৫জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৩৫৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশে পৌঁছেছে।
যা আগের দিন এই সংখ্যা ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮১৫৯ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৬৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ২৪৭ টি নমুনা সংগ্রহ এবং ৩৮ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।