মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট একদিনের ব্যবধানে দেশে করোনার শনাক্ত ও মৃত্যু সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭০৩ জনে। নতুন শনাক্তের ৬১ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৮০১৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৩৫৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। দৈনিক শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশে পৌঁছেছে।
যা আগের দিন এই সংখ্যা ছিল ২০ দশমিক শূন্য ৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০৭২৫ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৮৪ টি নমুনা সংগ্রহ এবং ৪২ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।