সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২২ পূর্বাহ্ন

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত- ২৫৬

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৮০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৩৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৩৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৫ জন এবং ২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৪৭ জন এবং নারী ১০ হাজার ৩৩ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের ১ জন, ৮১ থেকে ৯০ বছরের ২ জন, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, রাজশাহীতে ১ জন, খুলনা বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন রয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন।
নিজস্ব প্রতিবেদকঃ

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs