মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:১৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:

ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরে বজ্রপাতে খোকন মিয়া ও জিলন মিয়া নামের দুই জেলের মৃত্যু হয়েছে। তারা দুজন ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার ছেলে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, খোকন মিয়া ও জিলন মিয়া পেশায় জেলে। তারা ওইদিন ভোরে মধ্যনগরের শালদিঘা হাওরে মাছ ধরতে যায়। ভোর ৫টার এ সময় আকস্মিক বজ্রপাতে দুজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল ৯টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs