বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন

ধর্মের নাম ব্যবহার করে অপকর্মে জড়িতদের ব্যাপারে সতর্ক থাকুন -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ যারা ধর্মের নাম ব্যবহার করে সমাজে অপকর্মের করে বেড়ায় তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি গতকাল হবিগঞ্জ পৌর টাউন হলে শোহাদায়ে কারবালার স্মরণে শানে আহলে বায়েতে রাসুল (সাঃ) ও সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কদমচালী হুজুর কেবলার তরিকতপন্থী ও আশেকানবৃন্দের ব্যানারে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এতে এমপি আবু জাহির আরও বলেন, ইসলাম কখনও মানুষ হত্যা সমর্থন করে না। দেশের কিছু লোক রাজনীতির নামে মানুষ হত্যার পায়তারায় জড়িত। এরা যেন অতীতের ন্যায় ভবিষ্যতেও অরাজকতা না করতে পারে সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করে আমাদের দায়িত্ব। এ সময় তিনি দেশে ইসলাম ধর্মের চর্চায় বর্তমান সরকারের নানা আয়োজন ও সহযোগিতার কথা তুলে ধরেন।
মাওলানা আবুল কাশেম নকশেবন্দীর সভাপতিত্বে এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা উসমান গনি, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আবিদুল হক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা সৈয়দ মাসুকুর রহমান, মাওলানা কামাল উদ্দিন আনছারী, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs