বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন

ধ্বংসস্তুপে পরিণত বাংলাদেশকে সাজাতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শোক সভায় এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশ স্বাধীন করার পর ধ্বংসস্তুপে পরিণত বাংলাদেশকে ঢেলে সাজাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু পাকিস্তানের প্রেতাত্মারা সেটি হতে দেয়নি। সেই সময় তারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রগতি রুখে দিয়েছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, দেশবিরোধীরা এখনও সক্রিয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন; সেই অগ্রগতির ধারা বন্ধ করতে রাজাকার-আলবদরের উত্তরসূরীরা নানা ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। কিন্তু তারা সফল হতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী পরিবারের সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ মোতালিব ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এদিকে, গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৭ জনের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs