শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শান্তিগঞ্জে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই আটক বাজেট ২০২৩-২৪: যেসব পণ্যের দাম বাড়ছে স্বাধীনতার ৫১ বৎসরে উন্নয়ন বঞ্চিত বীর শহীদের গ্রাম বানিয়াচংয়ের মাকালকান্দি ব্রাজিলের বড় জয়ের দিনে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের ইনডোর সংস্কারের আনুষ্টানিক উদ্ভোধন। শিক্ষার ভাল পরিবেশ তৈরীতে প্রয়োজন দায়িত্বশীল ভূমিকা-এমপি আবু জাহির কাকাইলছেওয়ে সরকারি জায়গায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে পুকুর ও বসতভিটা নির্মাণ মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন লাখাইয়ে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নতুন কোচকে জয় উপহার রোনালদোদের

ডেস্ক রিপোর্ট পুরো ম্যাচে গোলের কোনো দেখা নেই। এমনকি গোলের কোনো ভালো সুযোগও তৈরি হচ্ছিল না। অবশেষে ম্যাচের ১৩ মিনিট বাকি থাকতে এলো কাক্সিক্ষত গোলটি। ফ্রেডের দেয়া ওই একমাত্র গোলেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার ইউনাইটেড। সে সঙ্গে নতুন কোচ রালফ রাংনিংককে দারুণ এক জয় উপহার দিলো রোনালদো অ্যান্ড কোং। ৭৫তম মিনিটে ক্রিস্টাল প্যালেসের জর্ডান আইয়ু দারুণ একটি গোলের সুযোগ মিস করেন। তার প্রথমে দুর্দান্ত একটি সুযোগ মিস করেন। এরপরই ফুলব্যাক ম্যাসন গ্রিনউডের কাছ থেকে বল পেয়ে শট নেন ফ্রেড। সেটিই জড়িয়ে যায় ক্রিস্টাল প্যালেসের জালে। আগের সপ্তাহেই ওলে গানার সোলশায়েরের স্থলাভিষিক্ত হিসেবে নাম ঘোষণা করা হয় রালফ রাংনিকের। তবে, সর্বশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারেননি রাংনিক। সে হিসেবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটিই ছিল তার জন্য প্রথম ম্যাচ। ম্যানইউ ফুটবলাররাও চেষ্টা করেছিলেন নতুন কোচ রাংনিকের প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করার। কোচের মনোভাব বোঝার চেষ্টা করেছিলেন। আবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুরু থেকে দুর্দান্ত খেলাও উপহার দিয়েছে ম্যানইউ ফুটবলাররা। যদিও স্কোরলাইন তাদের এই ভালো খেলার বিষয়টা পুরোই আড়াল করে দিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মার্কাস রাশফোর্ডকে দিয়েই একাদশ সাজান কোচ রাংনিক। তাদের সঙ্গে ছিলেন জ্যাডন সানচো এবং ব্রুনো ফার্নান্দেজ। তবুও, তারা ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতার সামনে বড় কোনো থ্রেট তৈরি করতে পারেনি। ওল্ড ট্র্যাফোর্ডে আগের দুই সফরেই জয় পেয়েছিল ক্রিস্টাল প্যালেস। যে কারণে ম্যানইউর সামনে চ্যালেঞ্জ ছিল আগের দুই বছরের রেকর্ড ভেঙে ঐতিহ্য ফিরিয়ে আনার। শেষ পর্যন্ত ৭৭ মিনিটে গিয়ে সফল হলেন ফ্রেড এবং জয় উপহার দিলেন ম্যানইউকে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs