মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন

নবীগঞ্জে খালার কিডনি দানে বেঁচে ফিরলো সৌদি প্রবাসী তারেক

ইশতিয়াক শোভনঃ হবিগঞ্জের নবীগঞ্জে খালার কিডনি দানে বেঁচে ফিরলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব প্রবাসী তারেক মিয়া (২৮)। জীবিকার তাগিদে প্রায় ৪ বছর পুর্বে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে।

সেখানে ভালোই চলছিল তার জীবন-যাপন। প্রায় ৬ মাস পূর্বে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে সৌদি আরবের কিং আব্দুল আজিজ হসপিটালে ভর্তি হন তারেক।

এসময় চিকিৎসকরা জানান, তার দু’টি কিডনিই বিকল হয়ে পড়েছে। বেঁচে থাকার কোনো আশাই নেই। দীর্ঘ ৪ বছর নিজ কর্মস্থল সৌদি আরব থাকার পর আকস্মিক এ দুঃসংবাদটি পায় তারেক। সে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের কামরুল হাসানের পুত্র। হাস্যেজ্জ্বল তারেক বেঁচে থাকার আশা বাদ দিয়ে বিকল দু’টি কিডনি নিয়ে গত বছরের ২ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে নিজ বাড়িতে ফিরে আসেন।

দু’টি কিডনি বিকল হওয়ার ফলে ব্যয়বহুল চিকিৎসার চিন্তায় হতাশা দেখা দেয় তারেক ও তার পরিবারের লোকজনের মাঝে। অপরদিকে সৌদি প্রবাসী টগবগে যুবকের করুণ এই পরিণতি মেনে নিতে পারেননি তার এলাকার লোকজনসহ দেশ বিদেশের মানুষ।

তারেক এর ব্যয়বহুল চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভাইরাল হয়ে যায় তার অসুস্থতার সংবাদ। এরপর দেশ বিদেশ থেকে তারেক এর চিকিৎসার জন্য টাকা পাঠাতে থাকেন তার আত্মীয় স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এতেও বেঁচে ফেরার আশা ছিল না তারেকের। বোনের ছেলে কিডনির কারণে মৃত্যুবরণ করবে মেনে নিতে পারছিলেন না তারেকের খালা রেহেনা বেগম (৩৯)।

নিজের একটি কিডনি দান করার ঘোষণা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারেকের দিকে। এতে করে বেঁচে থাকার কিছুটা স্বপ্ন দেখতে শুরু করেন তারেক ও তার পরিবারের লোকজন। দীর্ঘ ৬ মাস চিকিৎসাধীন থাকার পর বেঁচে থাকার আশা বুকে বেঁধে গত বছরের ২১ ডিসেম্বর রাজধানী ঢাকার সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালে অপারেশনের মাধ্যমে একটি কিডনি তার খালা রেহেনা বেগমের শরীর থেকে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় তারেক এর শরীরে। অপারেশনের পর থেকে তারেক এর শরীরে উন্নতি দেখা দিয়েছে। এখন বেঁচে থাকার স্বপ্ন দেখছে তারেক। রেহেনা বেগমের ত্যাগ ও দেশ বিদেশ থেকে সাহায্য পাঠানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানায় তারেক।

এ ব্যাপারে তারেক জানান, বেঁচে থাকার কোনোই আশাই ছিল না। বন্ধু, বান্ধব, আত্মীয়স্বজন, দেশ বিদেশের বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের আর্থিক সাহায্য পেয়ে আমি অভিভূত। আমি এখন সুস্থতাবোধ করছি। দেশবাসীসহ সকলের কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন তারেক।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs