মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন

নবীগঞ্জে ছাত্রলীগের বিশাল মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর মধ্য বাজারস্থ বাসভবনে ছাত্রলীগ নেতা নাজিমুদৈালার নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে মঙ্গলবার  বিকালে এক বিশাল মানব বন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। স্থানীয় নতুন বাজার মোড়ে অনুষ্টিত মানব বন্ধনে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম রায়, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি দুলাল আহমদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবুল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক জিলা মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিয়া, আওয়ামীলীগ নেতা বিধান পাল, যুবলীগ নেতা বিলাল মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক জয় আহমদ, আরিফুর রহমান প্রমি, সাজ্জাদুর রহমান, দয়াল মিয়া, শাকিল নাসিম, সুদীপ দত্ত, কৌশিক দেব, রাহাত আহমদ, জাকারিয়া ফেরদৌস, রফিকুল ইসলাম, নাঈম আহমদ, তানহা চৌধুরী, রিহাত আহমদ, সাইফ আহমদ, কাউছার আহমদ, সাহেদ মিয়া প্রমূখ। উল্লেখ্য, রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ করে উপজেলা যুবদল নবীগঞ্জ শহরে একটি মশাল মিছিল বের করে নাশকতার অপচেষ্টা করে। খবর পেয়ে তাৎক্ষণিক নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাংশের আহ্বায়ক জাহিদুল ইসলাম রুবেল এর নেতৃত্বে ছাত্রলীগ তার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করলে যুবদলের মশাল মিছিল দ্রুত শহর ত্যাগ করে। ছাত্রলীগের ওই বিক্ষোভ পরবর্তী পথসভায় যোগদেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা জাবেদুল আলম চৌধুরী সাজু।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.