শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ জে কে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে রোববার (২০ মার্চ) সকাল ১০ টায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে দুই দফায় ১ কোটি নিম্নআয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত থেকে টিসিবির এই কার্যক্রমের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ প্রমুখ।
জানা যায় , প্রতি প্যাকেটে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও পাঁচ কেজি পেঁয়াজ। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫, পেঁয়াজ ৩০ টাকা হারে বিক্রি করা হচ্ছে।