ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ শহরসহ ৭টি গ্রামের মানুষ জন শুন্য যৌথবাহিনী অভিযান ১৩ জন আটক Logo হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই Logo নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ আহত কয়েক শতাধিক Logo জুলাই অভ্যুত্থানে নৃশংস হামলার আসামি ও দালাল সাংবাদিকদের বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo ৪দিনের উত্তেজনার পর নবীগঞ্জে কয়েক হাজার মানুষের সংঘর্ষে নিহত ১, আহত কয়েক শতাধিক Logo নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত Logo এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা সাকিব গ্রেপ্তার Logo শায়েস্তাগঞ্জ থানার সাবেক ওসি কামালের বিরুদ্ধে বিভাগীয় মামলা: সাংবাদিকসহ ২ জনের সাক্ষ্যগ্রহণ Logo হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

নবীগঞ্জে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো ৪৫টি ছাগল, সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ কৃষক

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও পৈশাচিক ঘটনা। গতকাল শুক্রবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কৃষক ফয়জুল হকের ছাগলের খামারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় খামারে থাকা প্রায় ৪৫টি ছাগল।
ফয়জুল হক জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করে নিজের বাড়িতে গড়ে তুলেছিলেন এই ছাগলের ফার্ম। স্বপ্ন দেখেছিলেন স্বাবলম্বী হওয়ার। কিন্তু এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার স্বপ্ন, তার শ্রম, তার ভবিষ্যৎ।
খামারটি বসত ঘর থেকে কিছুটা দূরে ছিল, তাই বড় ধরনের প্রাণহানি না ঘটলেও, ছাগলঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার সময় পরিবার ঘুমিয়ে ছিলেন। পরে আগুন দেখতে পেরে চিৎকার করলে গ্রামের লোকজন এসে আগুন নিবান। আর ততক্ষণে পুড়ে মরে যায় সব ছাগল।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। এলাকাবাসী বলেন, যারা এমন নৃশংসভাবে নিরীহ প্রাণীদের পুড়িয়ে হত্যা করতে পারে, তারা মানুষরূপী পশু ছাড়া আর কিছুই নয়।তাছাড়া,ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ ও নিন্দা। অনেকে এ ঘটনাকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
অশ্রুসিক্ত চোখে ফয়জুল হক বললেন, চোখে স্বপ্ন ছিল, ছাগলগুলোই ছিল আমার ভরসা… সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কী করব।এমন মর্মান্তিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
২৭ বার পড়া হয়েছে

নবীগঞ্জে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো ৪৫টি ছাগল, সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ কৃষক

আপডেট সময় ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও পৈশাচিক ঘটনা। গতকাল শুক্রবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কৃষক ফয়জুল হকের ছাগলের খামারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় খামারে থাকা প্রায় ৪৫টি ছাগল।
ফয়জুল হক জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করে নিজের বাড়িতে গড়ে তুলেছিলেন এই ছাগলের ফার্ম। স্বপ্ন দেখেছিলেন স্বাবলম্বী হওয়ার। কিন্তু এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার স্বপ্ন, তার শ্রম, তার ভবিষ্যৎ।
খামারটি বসত ঘর থেকে কিছুটা দূরে ছিল, তাই বড় ধরনের প্রাণহানি না ঘটলেও, ছাগলঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার সময় পরিবার ঘুমিয়ে ছিলেন। পরে আগুন দেখতে পেরে চিৎকার করলে গ্রামের লোকজন এসে আগুন নিবান। আর ততক্ষণে পুড়ে মরে যায় সব ছাগল।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। এলাকাবাসী বলেন, যারা এমন নৃশংসভাবে নিরীহ প্রাণীদের পুড়িয়ে হত্যা করতে পারে, তারা মানুষরূপী পশু ছাড়া আর কিছুই নয়।তাছাড়া,ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ ও নিন্দা। অনেকে এ ঘটনাকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
অশ্রুসিক্ত চোখে ফয়জুল হক বললেন, চোখে স্বপ্ন ছিল, ছাগলগুলোই ছিল আমার ভরসা… সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কী করব।এমন মর্মান্তিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।