মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ইমামবাড়ী বাজারের পাশে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া উপজেলার বাল্লা জগন্নাথপুর গ্রামে হাওরে জমিতে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে ওমর বিশ্বাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে এ দুটি ঘটনা ঘটেছে।

নিহত সাফিকুল ইসলাম কালিয়ারভাঙ্গা গ্রামের মো. জমিরুল মিয়ার ছেলে এবং ওমর বিশ্বাস উপজেলার বাল্লা চরগাঁও গ্রামের রবীন্দ্র বিশ্বাসের ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। সকালে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী ইমামবাড়ী বাজারের পাশে হাওরে কাজ করছিলেন সাফিকুল ইসলাম। বজ্রপাতে নিহতের পর তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশের সুরতাল করেছে। অপরজন জমিতে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতের কবলে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.