বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জে ভূয়া ওয়ারিশানে সম্পত্তি দখলের পায়তারা,বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ

 

সলিল বরণ দাশ,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে ভূয়া ওয়ারিশয়ান দিয়ে দেবোত্তর সম্পত্তি দখলের পায়তারা অভিযোগ উঠেছে আদিত্যপুর গ্রামের মৃত বিধু ভূষন শর্ম্মা চৌধুরীর পুত্র বিনয় ভুষন শর্ম্মা চৌধুরীর বিরুদ্ধে। ভূয়া নামজারী মোকদ্দমা বাতিলের দাবীতে ৩৫০ জন
বিক্ষুব্ধ এলাকাবাসী স্বাক্ষরিত একটি লিখিত আবেদন করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর।

অভিযোগে সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের কানাইপুর মৌজার জেএলনং ৮৫/৮৮, এস.এ ও আর.এস খতিয়ান নং-১, এস.এ দাগ নং ১০৯১, আর.এস দাগ নং ১২৯৩, মোয়াজী ৫ শতক দেবস্থান রকম ভুমিতে আদিত্যপুর ও বাজে কানাইপুর গ্রামের সনাতন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় কার্যাদি সম্পাদনের লক্ষ্যে মহাদেব গাছতলা নাম করণে এলাকাবাসী সার্বজনীনভাবে নির্বিবাদে পূজার্চনাসহ ধর্মীয় কার্যাদি সম্পাদন করে আসছে। উক্ত ভূমির মালিক মৃত শশী চৌধুরী, সাং আদিত্যপুর তাহার জীবদ্দশায় এস.এ জরীপ পূর্ববতী সময়ে আদিত্যপুর, বাজেকানাইপুর গ্রামবাসীর স্থায়ীভাবে পূজার্চনা করার জন্য ও মহাদেব মন্দির নির্মাণের লক্ষ্যে তাহার নিকট প্রস্তাব করিলে তিনি মৌখিকভাবে মহাদেবের নামে উক্ত ভূমি উৎসর্গ করে এস.এ রেকর্ডে ১নং খতিয়ানে দেবস্থান রেকর্ড করাইয়া গ্রামবাসীকে সমজাইয়া ও বুঝাইয়া দেন এবং ইহার পাশ্ববর্তী এস.এ খতিয়ান নং ৩৫৭, আর.এস খতিয়ান নং ১/১, এস.এ দাগ নং ১০৯২, আর.এস দাগ নং ১২৯৪, মোয়াজী ১৭ শতক ভূমি গ্রামবাসীকে সমজাইয়া ও বুঝাইয়া দেন। পরবর্তীতে গ্রামবাসী বর্ণিত ভূমি ভোগ দখল করে পঞ্চায়েতী অর্থে একাধিকবার মাটি ভরাট করিয়া ও পুকুর খনন করিয়া দেব স্থানের পুকুর হিসাবে ভোগ ব্যবহার করিয়া ও সীমানা প্রাচীর নির্মাণ ও সরকারী অর্থে শিব মন্দির নির্মাণ করে নির্বিবাদে পূজার্চনা করে আসছে। জনশ্রুতি রয়েছে উক্ত সমরেন্দ্র চৌধুরীর কোন ওয়ারিশ দাবীদার নেই। কিন্তু একটি কু-চক্রি মহল অর্থাৎ আদিত্যপুর গ্রামের মৃত- বিধু ভূষন শর্ম্মা চৌধুরীর পুত্র বিনয় ভুষন শর্ম্মা চৌধুরী উক্ত দেবোত্তর ভূমি আত্মসাতের উদ্দেশ্যে অবৈধভাবে ওয়ারিশয়ান সাটিফিকেট দিয়ে নিজ নামে নামজারী করার পায়তারা করছে। প্রকৃতপক্ষে উক্ত বিনয় ভুষন শর্ম্মা চৌধুরী, সমরেন্দ্র চৌধুরীর কোন প্রকার ওয়ারিশ নহে। উপরোল্লেখিত ভূমিতে সনাতন ধর্মীয় সম্পদায়ের লোকজন শতবর্ষের অধিক সময় ধরে ধর্মাচার করে আসছে। তাই যাতে করে ভূয়া ওয়ারিশয়ান নিয়ে আদিত্যপুর গ্রামের মৃত- বিধু ভূষন শর্ম্মা চৌধুরীর পুত্র বিনয় ভুষন শর্ম্মা চৌধুরীর আবেদন নং ২০০০১২৭৭ নামে নামজারী মোকদ্দমা বাতিলের দাবীতে এলাকার ৩ শত ৫ জন লোক স্বাক্ষরিত একটি লিখিত আবেদন আজ বিকাল ০৪টায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বরাবর প্রদান করা হয়। এছাড়া অভিযোগের অনুলিপি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs