শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ অপরাহ্ন

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৩টায় নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. গতি গোবিন্দ দাশের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ড. মুশফিক হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (হবিগঞ্জ-১) নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এমপি মিলাদ গাজী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন বুলবুল, এড. সুলতান মাহমুদ। এতে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন ১৫ আগষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী দিবস সকল মসজিদে মিলাদ মাহফিল মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs