শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন
সলিল বরণ দাশ, নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় পিকআপ ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ৩৭ বছর বয়সী ইউসুফ আলী ও তার ছয় বছরের ছেলে মোহাম্মদ আলী। ২৪ জুলাই ইউসুফ আলীর দক্ষিণ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ইউসুফ। হঠাৎ দৌড়ে মহাসড়ক পারাপারের চেষ্টা করে মোহাম্মদ আলী। একপর্যায়ে ছেলেকে বাঁচাতে ইউসুফ আলীও দৌড়ে যান। এ সময় বাবা-ছেলেকে চাপা দেয় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ। এতে মোহাম্মদ আলীর মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যায়।আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়ে যান চালক। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন স্থানীয় লোকজন।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, মরদেহ দুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। পিকআপ ও চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।