শুক্রবার, ০২ Jun ২০২৩, ০১:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামে পারিবারিক কলহের জেরে নাতির ছুরিকাঘাতে দাদি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নাতিসহ তার পরিবারের লোকজন।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম তাছলিমা বেগম। ৬৫ বছর বয়সী তাছলিমা উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের চান্দ আলীর স্ত্রী। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, একই গ্রামের বুরহান উদ্দিনের ছেলে হৃদয় হাসান ও মুন্না। তারা নিহত তাছলিমা বেগমের নাতি।
স্থানীয়দের বরাত দিয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে তাসলিমা বেগমকে ছুরিকাঘাত করেন তারই নাতি হৃদয় হাসান ও মুন্না। পরে মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হৃদয় হাসানের মা রানী বেগমকে আটক করা হয়েছে।