শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:০৩ পূর্বাহ্ন

নানা কর্মসূচির মধ্যদিয়ে লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।

পরে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভা শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে ৫০ তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহীর সভাপতিত্বে ও দেবাশীষ আচার্য্য’র পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা সহকারী প্রকৌশলী ওয়ালিদুর রহমান, পজীপ কর্মকর্তা কেএমশাহেদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, মাসুক তালুকদার, জহিরুল ইসলাম মিলন প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs