মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাট জেলার কালাই থানার শিকতা গ্রামের আবদুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম (৫০) ও মো. আয়েদ (৪৫)। নিহতরা সবাই ধান কাটার শ্রমিক।

হাইওয়ে পুলিশের গাজীপুর নাওজোর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজামামান জানান, নিহতরা কুমিল্লায় ধান কাটা শেষে রাতে একটি টিনবাহী ট্রাকে করে বাইপাস সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন।

তিনি বলেন, পথিমধ্যে জিন্দাপার্ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে তাদের ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের থাকা টিনে কাটা পড়ে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে গাজিপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.