ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সড়ক অবরোধে হাজারো শিক্ষার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কোটা সংস্কার ও আন্দোলনকারীদের উপর হামলা সহ পুলিশের গুলিতে নিহতেট প্রতিবাদে নারায়ণগঞ্জে হাজারো শিক্ষার্থী সড়কে নেমে এসেছে৷ শিক্ষার্থীরা ব্যানার পোস্টার হাতে নিয়ে সড়ক অবরোধ করে নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষার্থীদের অবস্থানে নগরীতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা৷

এদিকে আন্দোলনের একপর্যায়ে চাষাড়া গোলচত্বরে গায়েবী নামাজের যানাজা পড়ে শিক্ষার্থীরা। আন্দোলনরত নিহত শিক্ষার্থী আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে কোটা সংস্কার প্রতিবাদে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীগের কার্যালয়ের সামনে রেল লাইনের উপর বসে পড়েন। তারা নানা ধরনের স্লোগান দিতে থাকে। তারা ‘আমরা নই রাজাকার, তুই বেটা স্বৈরাচার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ কোটা সংস্কার ও আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন৷নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা শিক্ষার্থীরা রেল সংযোগ বন্ধ করেছি৷ আমরা এই সরকারকে সকল দিক দিয়ে অবরোধ করতে চাই৷ আমরা একসাথে থাকবো সকল শিক্ষার্থী। আমরা যৌক্তিকভাবে কোটা সংস্কার না করা পর্যন্ত আমরা সড়কে থাকবো৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

আরেক শিক্ষার্থী মুন্নি সরদার বলেন, ‘আমরা ন্যায্য দাবিতে রাজপথে নেমেছি৷ আমাদের উপর হামলা করে দমানো যাবে না৷ আমরা সারাদেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছি৷ আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না৷’

ব্র্যাকের শিক্ষার্থী তাইরান আবাবিল রোজা বলেন, ‘আমাদের আন্দোলনে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে৷ অনেকের প্রাণ গেছে৷ এ আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেবো না৷ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নেবার আহ্বান জানাই সকলকে৷

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে সড়ক অবরোধে হাজারো শিক্ষার্থী

আপডেট সময় ০৪:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

কোটা সংস্কার ও আন্দোলনকারীদের উপর হামলা সহ পুলিশের গুলিতে নিহতেট প্রতিবাদে নারায়ণগঞ্জে হাজারো শিক্ষার্থী সড়কে নেমে এসেছে৷ শিক্ষার্থীরা ব্যানার পোস্টার হাতে নিয়ে সড়ক অবরোধ করে নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষার্থীদের অবস্থানে নগরীতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা৷

এদিকে আন্দোলনের একপর্যায়ে চাষাড়া গোলচত্বরে গায়েবী নামাজের যানাজা পড়ে শিক্ষার্থীরা। আন্দোলনরত নিহত শিক্ষার্থী আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে কোটা সংস্কার প্রতিবাদে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীগের কার্যালয়ের সামনে রেল লাইনের উপর বসে পড়েন। তারা নানা ধরনের স্লোগান দিতে থাকে। তারা ‘আমরা নই রাজাকার, তুই বেটা স্বৈরাচার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ কোটা সংস্কার ও আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন৷নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা শিক্ষার্থীরা রেল সংযোগ বন্ধ করেছি৷ আমরা এই সরকারকে সকল দিক দিয়ে অবরোধ করতে চাই৷ আমরা একসাথে থাকবো সকল শিক্ষার্থী। আমরা যৌক্তিকভাবে কোটা সংস্কার না করা পর্যন্ত আমরা সড়কে থাকবো৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

আরেক শিক্ষার্থী মুন্নি সরদার বলেন, ‘আমরা ন্যায্য দাবিতে রাজপথে নেমেছি৷ আমাদের উপর হামলা করে দমানো যাবে না৷ আমরা সারাদেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছি৷ আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না৷’

ব্র্যাকের শিক্ষার্থী তাইরান আবাবিল রোজা বলেন, ‘আমাদের আন্দোলনে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে৷ অনেকের প্রাণ গেছে৷ এ আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেবো না৷ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নেবার আহ্বান জানাই সকলকে৷