মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন

নারীর ছদ্মবেশে থাকা যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

সিলেট প্রতিনিধি,নারীর ছদ্মবেশে থাকা তুষার মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) সিলেট নগরের সোবহানীঘাট এলাকার সবজিবাজার সংলগ্ন জায়গা থেকে ভোররাতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তুষার মিয়া ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে ও নগরের খাসদবির সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

নিহতের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, আমার ভাই হিজড়া নয়। কিন্তু সে হিজড়াদের সঙ্গে চলাফেরা করত। রাতে ভাইকে কয়েকজন হিজড়া বের করে আনে। এরপর কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা নেই।

সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদ বলেন, নিহত তুষার নারীর ছদ্মবেশে তৃতীয় লিঙ্গের লোকজনদের সঙ্গে চলাফেরা করতেন। ভোররাতে ওইখানে তিনিসহ আরো ৩-৪ জন ছিলেন। ধারণা করা হচ্ছে, তাকে গলায় রশি দিয়ে হত্যা করা হয়েছে। তাছাড়া ধস্তাধস্তিরও আলামত মিলেছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs