মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:২৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক: ৫০ ওভারের ক্রিকেটে র্যাংকিংয়ের শীর্ষ দল নিউজিল্যান্ড ছিল জয়ের ধারাবাহিকতায়। ২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ার কাছে হারের পর টানা ১০ ওয়ানডে জিতেছিল। ওই ম্যাচগুলোতে একবারও তাদের অলআউট করতে পারেনি প্রতিপক্ষ।
কিন্তু ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজে প্রথম ওয়ানডে খেলতে নেমে ছন্দ হারালো নিউজিল্যান্ড। ৪৫.২ ওভারে হলো ১৯০ রানে অলআউট, যা ১১ ওভার হাতে রেখে অতিক্রম করেছে ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে ৩৯ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে স্বাগতিকরা। ১০ ম্যাচে প্রথম ওয়ানডে জিতলো উইন্ডিজ।
৫ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো ওয়েস্ট ইন্ডিজ। আকিল হোসেন ও আলজারি জোসেফ তিনটি করে উইকেট নিয়ে কিউইদের খুব বড় স্কোর করতে দেননি। জেসন হোল্ডার দুটি উইকেট নেন।
নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া ৩১ রান আসে মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে।
লক্ষ্যে নেমে শামারাহ ব্রুকসের চতুর্থ ওয়ানডে হাফ সেঞ্চুরিতে জয়ের ভিত গড়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৯১ বলে ৭৯ রানের ইনিংস তিনি খেলেন ৯ চার ও ১ ছয়ে। অধিনায়ক নিকোলাস পুরানের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন ব্রুকস। ম্যাচসেরাও হয়েছেন তিনি।