রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজন নিহত হয়েছে।
আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সদরের কু-পুকুর ইউনিয়নের বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- লিমা (৮), রেশমা (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কু-পুকুর ইউনিয়নে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার রেজোয়ান হোসেনের শিশু পুত্র মমিনুর রহমান (৩), শিশু কন্যা রেশমা বেগম (৪) ও লিমা বেগম (৭) রেল লাইনে খেলা করছিল। এসময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে শামিম আহমেদ (৩০) নামের এক যুবকও কাটা পড়ে। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।