বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন

নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন হবিগঞ্জের ৪ নেতাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ও নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় হবিগঞ্জের ৪ জন ত্যাগী নেতাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং তাদের নির্দেশে গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাদেরকে অব্যাহতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, হবিগঞ্জ পৌর নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করায় তাদেরকে নিজেদের পদ থেকে অব্যাহতি দেয়া হল।
এছাড়াও বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহেরকেও একই কারণে স্ব পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
পত্রে আরো উল্লেখ করা হয়, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আব্দুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকরকে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হল। চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মো. আনোয়ার আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। তাদের নেতৃত্বে আসন্ন হবিগঞ্জ পৌর, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা যায়, অব্যাহতি পাওয়া চার নেতাই আওয়ামী লীগের সক্রিয় ও ত্যাগী। ছাত্র জীবন থেকে দলের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগকে সংক্রিয় এবং সুশৃঙ্খলবদ্ধ রাখতে ব্যাপক অবদান রেখেছেন তিনি।
চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহেরও উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া আওয়ামী লীগের দুর্দিনে নেতামর্কীদের ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করেছেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ছিলেন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস। এছাড়া হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতের পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মোতাচ্ছিরুল ইসলাম জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও তার অবধান ব্যাপক। মোতাচ্ছিরুল ইসলাম দীর্ঘদিন ধরে পৌর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রেখে দলকে শক্তিশালী করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs