রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আজমপুর খেয়াঘাটে সুরমা নদীতে বাল্কহেড’র ধাক্কায় খেয়া নৌকা ডুবির ঘটনায় ৪০ ঘন্টা পর নিখোঁজ সামছুল ইসলাম (৩৫) লাশ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
নিহত সামছুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রইছ আলীর ছেলে।
রবিবার (২১ আগষ্ট) সকাল আটটার দিকে উপজেলার আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীর চরে ভাসমান অবস্থায় নিখোঁজ যুবকের মৃতদেহ পাওয়া যায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ইঞ্জিনচালিত নৌকাটিতে বাল্কহেডের ধাক্কায় ডুবে গিয়ে সামছুল ইসলাম নিখোঁজ হলে অনেক খুঁজাখুঁজির পর রবিবার সকালে সুরমা নদীর চরে তার মৃতদেহ ভেসে উঠেছে।
উল্লেখ্য,শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে দোয়ারাবাজার উপজেলা সদরের ঘাট থেকে খেয়া নৌকাটি আজমপুর ঘাটে যাচ্ছিল। এসময় বাল্কহেড ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ফেরি নৌকায় থাকা অন্তত অর্ধ শতাধিক যাত্রী পানিতে পড়ে যায় সবাই সাঁতরে উঠলেও সামছুল ইসলাম নিখোঁজ হন।