মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ নানান কর্মসূচির মাধ্যমে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ নাজিমূল হক এর সভাপতিত্বে ও বিশিষ্ট আবৃত্তিকার সুভাষ আচার্য্য এবং খাদিজা তাবাচ্ছুম জুনির যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমূল হাসান রাসেল মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন, ফাউন্ডেশনের উপদেষ্টা কবি মহি উদ্দিন আহমেদ রিপন, শিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য্য। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ডি এইচ ইকরাম।
বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক সৈয়দ সালিক আহমেদ, ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পদক আলিফ লায়েক, লাখাই ছাত্র কল্যাণ সমিতির সভাপতি গোলাপ রাব্বানী প্রমুখ।