রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা কাল জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল রোববার পবিত্র ঈদুল আযহা। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় এ উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদ উদযাপিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কুরবানির মধ্য দিয়ে পালন করবে ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আযহা। মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য এবং তাঁরই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের

ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কুরবানি ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। বরাবরের ন্যায় এবারও ধমীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন হবিগঞ্জ জেলাবাসী।

জানা যায়, হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন গোলাম মোস্তফা নবীনগরী। ২য় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন হযরত মাওলানা কাজী নজমুল হোসেন। চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে সকাল ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী, বাজার রেলস্টেশন মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে ৮টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন মাওলানা মুফতি শাহ আলম জিহাদী। উমেদনগর জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন মাওলানা তাফহীমুল হক। সওদাগর জামে মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। ইমামতি করবেন হাফেজ মুফতি নুর মোহাম্মদ। শহরের টাউন (চাঁন মিয়া) মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এতে ইমামতি করবেন মাওলানা নাসির উদ্দিন আখঞ্জি। রাজনগর জামে মসজিদে জামায়াত অনুষ্ঠিত সকাল ৮ টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা হেলাল। বায়তুল আমান জামে মসজিদে জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসাইন সাইফী। মার্কাজ মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭ টা ৩০ মিনিটে। তাছাড়াগরুর বাজার নুরানী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs