মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন

পাঠকের হাতে পত্রিকা পৌছাতে হকারদের পরিশ্রমের বিকল্প নেই: এমপি আবু জাহির

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ -৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ‘হবিগঞ্জ এখন আগের হবিগঞ্জ নেই। হবিগঞ্জ এখন অনেক আলোকিত। আর এ আলোকিত জেলায় অনেক গুলো পত্রিকা প্রতিদিন প্রকাশিত হয়। সকলের সহযোগিতায় দিন দিন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে আমাদের হবিগঞ্জ। পার্শ্ববর্তী মৌলভী বাজার জেলায় ২টি পত্রিকা প্রকাশিত হয় কি-না ? জানা
নেই। আমাদের হবিগঞ্জের পত্রিকা গুলোর সম্পাদক ও সাংবাদিকরা দক্ষতার সাথে কাজ করেন। ফলে নিয়মিত ভাবে একাধিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। আর এসব পত্রিকা পাঠকদের কাছে পৌছে দিতে পরিশ্রম করে আসছেন হকারবৃন্দ। যে কারণে পত্রিকার সম্পাদক ও মালিকরা হকারদের উপর নির্ভরশীল। হকারদের সহযোগিতার মধ্য দিয়ে পত্রিকা গুলো আলোর মুখ দেখছে। তাদের পরিশ্রমের বিকল্প নেই। এভাবেই দিন দিন এগিয়ে যাচ্ছে আমাদের হবিগঞ্জ। গতকাল রবিবার দুপুরে প্রেসক্লাবে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সহযোগিতায় হকার সমিতির সদস্যদের মধ্যে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এমপি আবু জাহির নিজের ব্যক্তিগত তহবিল থেকে হকার সমিতির সদস্যদের মধ্যে নগদ অর্থ তুলে দেন। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদ এডভোকেট শাহ ফখরুজ্জামান। এছাড়াও এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ হকার সমিতির সভাপতি কামাল মিয়া ও  সাধারণ সম্পাদক সবুজ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.