News
- ১২ মে, ২০২২ / ৮৩ দেখেছেন
নিজস্ব প্রতিবেদকঃ সদর উপজেলার সুখচর চাঞ্চল্যকর শাহজাহান মিয়া হত্যা মামলার প্রধান ৩ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব ৯। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজিউড়া ইউনিয়নে সুখচর গ্রামের বাসিন্দা মৃত মহরম আলীর পুত্র মোঃ জয়নাল মিয়া (৩২), একই গ্রামের মৃত আব্দুল কদ্দুস মিয়ার দুই পুত্র বিলাল মিয়া (২৮) ও আকছির মিয়া (৩২)।
গ্রেপ্তারকৃতদের বিকেলে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে র্যাব ৯ এর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের একাধিক আভিযানিক দল
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-এর একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী জয়নালকে ঢাকার মগবাজার থেকে ও দুই নাম্বার আসামী বিলাল মিয়াকে ঢাকার কামরাঙ্গীরচর থেকে ও তিন নাম্বার আসামী আকছির মিয়াকে বাহুবল থেকে গ্রেফতার করেন।
প্রসঙ্গত, হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নে পিতার হত্যার বদলা নিতে ও পূর্ব শত্রæতার জেরে গত হত্যা করা হয় শাহজাহান মিয়া নামের ওই ব্যক্তিকে। ঘটনার দুইদিন পর গত ৮ মে নিহত শাহজাহানে স্ত্রী ১৪ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত করে হবিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকা থেকে আসামীরা পালিয়ে যায়।
আসামীদের গ্রেফতার করতে থানা পুলিশের পাশাপাশি র্যাব বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষ তাদেরকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে র্যাব। এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।
তিনি বলেন, র্যাব ৯ বিভিন্ন ধরণের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। গ্রেফতারকৃত প্রধান ৩ জন আসামী আপন ভাই জয়নাল মিয়া এবং চাচাতো দুই ভাই বিলাল মিয়া ও আকছির মিয়া র্যাবের জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার ও অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।