মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন

পূবালী বাংক বাংলাদেশের উপশাখার মধ্যে আমানত সংগ্রহে তৃতীয় স্থান অর্জন শায়েস্তাগঞ্জ শাখা

নিজস্ব প্রতিবেদকঃ রেমিট্যান্স সেবা ও আমানত সংগ্রহে পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগের চারটি শাখার ব্যবস্থাপকদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী।

পূবালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার শ্যামল বরণ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার রিজিওনাল অফিসের এজিএম ড. মোহাম্মদ আবু তাহের, প্রধান অতিথির সহধর্মিণী মোছাম্মৎ শামিম আরা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস।

অনুষ্ঠানে মৌলভীবাজার অঞ্চলে আমানত সংগ্রহে প্রথম স্থান অর্জন করায় হবিগঞ্জ বার লাইব্রেরি শাখার ব্যবস্থাপক ফয়ছল রাব্বি, দ্বিতীয় স্থান অর্জন করায় কুলাউড়া শাখার ব্যবস্থাপক নূপুর বৈদ্য, আমানত সংগ্রহে পূবালী বাংক লিমিটেডের সমগ্র বাংলাদেশের সকল উপশাখার মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় শায়েস্তাগঞ্জ উপশাখার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান নূরকে এবং রেমিট্যান্স সেবায় প্রথম স্থান অর্জন করায় মৌলভীবাজার চৌমুহনা শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.