শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল শিল্পকলা একাডেমীতে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের টাকা বিতরণ করা হয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু জাহির এমপিবলেন, ‘যে কোন ধর্মীয় উৎসবে জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে থাকেন’। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালা উদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কুদ্দুছ, শফিকুর রহমান সিতু ও প্রিয়াংকা সরকার। এছাড়াও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজামন্ডপ প্রতিনিধি বৃন্দ অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মেয়র আতাউর রহমান সেলিম তার বক্তব্যে বলেন, ‘দুর্গাপূজা উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ন করতে হবিগঞ্জ পৌরসভা বিসর্জন পর্যন্ত বিশেষ ভাবে ভ‚মিকা পালন করবে।উল্লেখ্য হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজামন্ডপে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।