মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:০৪ অপরাহ্ন

প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে বিপদে ভারত

স্পোর্টস ডেস্ক ,টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে সাবধানী ছিলেন রোহিত শর্মা। এরপর থেকেই আক্রমণাত্মক ভারত অধিনায়ক। তবে আগ্রাসী রোহিতের সঙ্গী শুভমান গিলকে উড়তে দেননি মিচেল স্টার্ক। জাম্পার ক্যাচ বানিয়ে ভারতীয় এই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠান তিনি। ফেরার আগে ৭ বল খেলে ৪ রান করেন গিল।

১০.২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮১ রানে ব্যাট করছে ভারত। ০ রানে কেএল রাহুল ও ২৪ রানে আছেন বিরাট কোহলি।

আগের ম্যাচে জয়ের ধারাবাহিকতায় এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। ছয় ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও দুই স্পিনার আছেন। অস্ট্রেলিয়ার একাদশেও নেই পরিবর্তন। কামিন্সের দলে চার বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন দুই ব্যাটিং অলরাউন্ডার।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.