বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে প্রস্তুত চা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক , প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। কথা বলবেন এই জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে। শুনবেন তাদের সুখ-দুঃখের কথা। শোনাবেন তাদেরকে আশার বাণী। তারাও সন্তানের দাবি নিয়ে মায়ের কাছে নিজেদের জীবনকথা তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার চা-বাগানগুলোতে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রস্তুতি শুরু হয়ে গেছে।

আজ বুধবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের হলরুমে প্রস্ততিমূলক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, স্থানীয় সরকার সিলেটের পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটি হবে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে বিকেল ৪টায়। এতে বিভিন্ন চা-বাগান থেকে কয়েক হাজার চা শ্রমিক যোগ দেবেন বলে চা শ্রমিক নেতারা সভায় জানান। তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া চা-বাগানের শ্রমিকরাও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs