মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:০৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:

প্রাকৃতিক দুর্যোগে অস্বচ্ছলদের পাশে থাকতে বিত্তবানদের প্রতি আহবান এমপি আবু জাহির

 

স্টাফ রিপোর্টার ॥ যে কোন প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
তিনি রবিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে কর্মজীবী পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে বসতবাড়ি মেরামতের জন্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। এ সময় সংগঠনটির পক্ষ থেকে ২৭টি পরিবারের মাঝে ৪ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মজীবী পরিষদের সভাপতি আব্দুল মোছাব্বির ও সঞ্চালনায় ছিলেন রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, রিচি সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়া, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জাবেদ আলী, রিচি গ্রাম পঞ্চায়েতের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs