পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারী আইন উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক মোঃ বাশার সারোয়ার,আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ ইসহাক হোসেন মোল্যা,ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকিদুল ইসলাম,কুড়ানিয়ার চর দাখিল মাদরাসার সুপার মোঃ আজিজুল্লাহ, একাডেমিক সুপার ভাইজার মোঃ রাশেদুল ইসলামসহ অন্যান্য জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আলোকে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় বিজয়ী ও নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।