মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পূর্বাহ্ন

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন, প্রথম ধাপে জিতলেন ম্যাক্রোঁ

 ডেস্ক রিপোর্ট ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে জিতেছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে, ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায়  চূড়ান্ত ধাপের নির্বাচনে ম্যাক্রোঁকে লড়তে হবে চরম ডানপন্থী প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনের সঙ্গে। আগামী ২৪ এপ্রিল চূড়ান্ত ধাপের ভোট হবে।

গতকাল রোববার (১০ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৯৭ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, বর্তমান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ২৭ দশমিক ৬ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পেয়েছেন ২৩ দশমিক ৪১ শতাংশ ভোট। এছাড়া ২১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিন-লুক মেলেনচন।

প্রাথমিক ফলাফল ঘোষণার পর ম্যাক্রোঁ তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘কোনো ভুল করবেন না, এখনও কিছুই নিশ্চিত হয়নি।’

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম রাউন্ডে ম্যাক্রোঁ জয় পেলেও জনমত জরিপ বলছে চূড়ান্ত ধাপের নির্বাচনে পেনের সঙ্গে প্রেসিডেন্টের আরও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

মারিন লা পেন ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর  কাছে বিপুল ভোটে হেরে যান।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.