মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন

বইমেলা ১৫ ফ্রেব্রুয়ারি থেকে ১৭ মার্চ করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদকঃ কোভিড মহামারির কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দিয়েছে প্রকাশক সমিতি।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠক শেষে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনার কারণে এবারও ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। প্রকাশকরা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ মার্চ পর্যন্ত মেলা চালানোর প্রস্তাব করেছেন। আমরা সরকারের সংশ্লিষ্টদের এ প্রস্তাব জানাব। কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মাসব্যাপী একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরুর কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবার দুই সপ্তাহ পেছানো হয়।

মহামারির কারণে গত বছর অমর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং নির্ধারিত সময়ের দুদিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়ে যায়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs