শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে এদেশের স্বাধীনতার চেতনা ও ভোটের অধিকারকে হত্যার করা হয়েছিল। শুধু তাই নয়; জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের আস্কারা দিয়ে পরবর্তীতে পুরস্কৃতি করেছিল। কিন্তু স্বাধীনতা বিরোধীদের সেই স্বপ্ন সত্য হয়নি। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তিনি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি গতকাল শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
এমপি আবু জাহির আরও বলেন, গত প্রায় ১৭ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছে। এই উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। এ সময় আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সহ সভাপতি অ্যাডভোকেট শাহ কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান আতিক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ সভাপতি সামছুন্নাহার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দালুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু সুলতান।
এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের পরে দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভাপতি পদে নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান, ডাঃ হাবিবুর রহমান ও ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক পদে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আসাদুর রহমান লিটন, মোঃ টেনু মিয়া, মোঃ কবির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, সুজিত দেব, মোঃ আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা শ্রীকান্ত আহির, সাবেক যুবলীগ নেতা আতাউর রহমান জুয়েল মোঃ আব্দুর রউফ, মোঃ আলমগীর প্রার্থীতা ঘোষণা করেন।